ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা 

গবি প্রতিনিধি: 

প্রকাশিত : ১৯:৩০, ২২ মার্চ ২০২০

করোনা ভাইরাসের প্রভাবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, "করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে সরকারী নির্দেশনা অনুসরণ করে কর্তৃপক্ষের নির্দেশে আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরী বিভাগ অর্থাৎ ডেইরী ফার্ম, বিদ্যুৎ ও নিরাপত্তা বিভাগ যথানিয়মে খোলা থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রয়োজনে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রয়োজন হলে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করতে হবে বলেও নোটিশে জানানো হয়।"

এর আগে, গত ১৭ মার্চ একই কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়। কিন্তু সরকারী কোনো নির্দেশনা না পাওয়াতে শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তাদের ছুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে তখন জানানো হয়। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি